ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, গাজীপুরের রাজেন্দ্রপুরে রেনাটার কারখানা যুক্তরাজ্যের ওষুধ খাতের নিয়ন্ত্রক সংস্থা ইউকে-এইচএমআরএ (UK MHRA) এর অনুমোদন রয়েছে। আলোচিত টারবিনাফিন এ কারখানা থেকে সরাসরি রপ্তানি করা হয়েছে।
আলোচিত ওষুধ যুক্তরাজ্যে রেনাটা পিএরসি’র সহযোগী কোম্পানি রেনাটা (ইউকে) লিমিটেডের মাধ্যমে বাজারজাত করা হবে।
Leave a Reply