আজকের পুঁজিবাজার: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ বিনিয়োগকারীরা। তবে এদিন বিনিয়োগকারীরা বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি না করে সহযোগিতার হাত বাড়াতে চেয়েছেন। একইসঙ্গে তারা পুঁজিবাজারের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার লক্ষ্যে ‘রোডম্যাপ’ চেয়েছেন। সোমবার (৭ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে বিএসইসির সামনে জড়ো হতে থাকেন বিনিয়োগকারীরা। পরে ৪টার দিকে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় বিএসইসির নিরাপত্তা ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচিতে সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে মোহাম্মদ মুন্না বলেন, আজকেও পুঁজিবারের সূচক নেতিবাচক অবস্থানে রয়েছে। তবে আমরা আজকে বিএসইসির সামনে নেতিবচক সূচক হওয়ার কারণে আসিনি। আমরা এসেছি পুঁজিবারকে একটা দীর্ঘমেয়াদী স্ট্রাকচারে দাঁড় করানোর জন্য। আমরা বিএসইসিকে বাধা দিতে নয়, বরং সহযোগিতা করতে চাই। তবে আমরা বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবি থেকে সরে আসিনি। তবে এ মুহূর্তে আমরা পুঁজিবাজারের স্বার্থে সহযোগিতার হাত বাড়াতে চাই।
এ সময় নতুন কর্মসূচির কথা উল্লেখ করে মোহাম্মদ মুন্না বলেন, আগামী রোববার (১৩ অক্টোবর) পর্যন্ত আমরা বিএসইসিকে হোমওয়ার্ক করার জন্য সময় দিতে চাই। ওই সময়ের মধ্যে তারা কোন কোন বিষয়ে কাজ করবে সেই ‘রোডম্যাপ’ নির্ধারণ করবে। এরপর আমাদের জানাবে। এটি স্বল্পমেয়াদ (এক মাস), মধ্যমেয়াদ (তিন থেকে ছয় মাস) ও দীর্ঘ মেয়াদের (এক থেকে পাঁচ বছর) হতে পারে।
Leave a Reply