আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারের দুই ব্রোকার হাউজের এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইওদের ব্যাংক হিসাব ও বিও হিসাব জব্দের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
পাশাপাশি ব্রোকার হাউজ দুটির পরিচালক ও সিইওদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা চেয়ে চিঠি প্রেরণ করা হয়েছে। প্রতিষ্ঠান দুটি হচ্ছে- ধানমন্ডি সিকিউরিটিজ ও পিএফআই সিকিউরিটিজ।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) বিএসইসির ৯২০ তম কমিশন সভায় এই সিদ্ধান্তের কথা বলা হয়েছে।
বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে, ধানমন্ডি সিকিউরিটিজ লিমিটেড এবং পিএফআই সিকিউরিটিজ লিমিটেডের কনসোলিডেটেড কাস্টমারস অ্যাকাউন্টের ঘাটতি পূরণের জন্য কোম্পানি দুটির সময় বৃদ্ধির আবেদন না মঞ্জুর কর হয়েছে। একই সাথে ২২ মার্চ ২০২২ তারিখে ইস্যুকৃত কমিশনের নির্দেশনার সকল শর্ত পুনরায় আরোপ করা হয়েছে।
প্রতিষ্ঠান দুটির পরিচালক/সিইও এর সকল ব্যাংক হিসাবের উত্তোলন বন্ধ করার জন্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) পত্র প্রেরণ, এসব পরিচালকদের সকল বিও হিসাব অবরুদ্ধকরণের জন্য সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডকে নির্দেশনা প্রদান এবং স্টক ব্রোকার দুটির পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক/সিইও যাতে দেশ ত্যাগ না করতে পারে সেজন্য নিষেধাজ্ঞা চেয়ে পুলিশের বিশেষ শাখা বরাবর অনুরোধ পত্র প্রেরণ করা হবে মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Leave a Reply