আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারের তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের অফিসের নিবন্ধিত ঠিকানা পরিবর্তন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির এমএফ টাওয়ার, প্লট: জিএ-৯৫/সি, প্রগতি সরণি, গুলশান-১ লিংক রোড, ঢাকা-১২১২ থেকে এক্সআইসি পয়েন্ট, হোল্ডিং নং খা-২১৩/২, ২১৩/৩ এবং২১৩/৫, বীর উত্তম রফিকুল ইসলাম সরণি, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২ স্থানান্তরিত করা হয়েছে ।
Leave a Reply