শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন

মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রেনাটা পিএলসি এর সরাসরি ঔষধ রপ্তানি

মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রেনাটা পিএলসি এর সরাসরি ঔষধ রপ্তানি

 

আজকের পুঁজিবাজার: আজ ৪/০৪/২০২৪ ইং তারিখ থেকে রেনাটা পিএলসি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে মেটাপ্রলল টারট্রেট নামের একটি ঔষধের ১২.৪ মিলিয়ন ট্যাবলেটের চালান পাঠিয়েছে। এটিই প্রথমবারের মত কোম্পানির তার নিজস্ব রাজেন্দ্রপুর, গাজীপুর (আর জি এফ) US- FDA কর্তৃক অনুমোদিত কারখানা থেকে উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে সরবরাহ করেছে। এটি উল্লেখ্য করা উচিত যে রেনাটা ২০২২ সালে Frovatriptan এর মাধ্যমে মার্কিন বাজারে প্রবেশ করেছিল, তারপর ২০২৩ সালে Metolazone মার্কিন বাজারে সরবরাহ করে। যাইহোক, এই দুটি পণ্যই অন্যত্র চুক্তিভিত্তিক উৎপাদনের মাধ্যমে মার্কিন বাজারে সরবরাহ করা হয়েছিল।

মেটাপ্রলল টারট্রেট উচ্চ রক্তচাপ, এনজাইনা, হার্ট ফেইলর এবং অন্যান্য হৃদ্রোগ জনিত চিকিৎসায় মার্কিন যুক্তরাষ্ট্রে বহুল ব্যবহৃত একটি ঔষধ। মার্কিন বাজারে মেটাপ্রলল টারট্রেট একটি বড় পণ্য এবং এর বাজার ক্রমবর্ধমান। এখানে উল্লেখ্য যে, ২০২১ সালে ইউ এস মার্কেটে মেটাপ্রলল টারট্রেট এর ৬৫.৫ মিলিয়ন প্রেসক্রিপশন এর রেকর্ড আছে।

রেনাটার মিরপুর, রাজেন্দ্রপুর এবং ভালুকা এই তিন সাইটে মোট ১৬ টি কারখানা রয়েছে। তার রাজেন্দ্রপুর জেনারেল ফেসিলিট ২০২২ সালের নভেম্বর মাসে ইউ এস-এফ ডিএ কর্তৃক অনুমোদন পায়। দেশীয় ১৬০ জন বিজ্ঞানীর প্রচেস্টায় কোম্পানিটি ৭০ টি বায়ো ইকুইভেলেন্ট প্রোডাক্টস্ তৈরি করছে যাহা পৃথিবীর ৪০ টি দেশে রপ্তানি করে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST