আজকের পুঁজিবাজার:আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক মন্ত্রী এবং সাবেক সাংসদ। তার স্ত্রী পারভীন মাহমুদ এফসিএ। তারা বিগত ফ্যাসিসট আওয়ামী সরকারের আস্থাভাজন ছিলো এবং একই সাথে সুবিধাভোগী। জাতীয় পার্টির এমপি, সাবেক পানিসম্পদ মন্ত্রী হিসেবে দুর্নীতি করে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারে লিপ্ত তারা পুরো পরিবার। সরকার পরিবর্তনের পরেও পারভীন মাহমুদ নিজের ফেসবুকে ১৫ ই আগস্টে যে ছবি দিয়েছেন তাতে ও বোঝা যায় কার আনুগত্য চোর হাসিনা সরকারের প্রতি। পারভীন মাহমুদ সিপিডির সংলাপ আয়োজন করে সরকারের সমালোচনা করেন আবার সরকারের সাথে আঁতাত করে দেশের সর্বনাশ করেন। যিনি মাইডাসের পরিচালক, আরডিআরএসের পরিচালক, গ্রামীন কল্যান ট্রাস্টেও কাজ করসেন। ড. ইউনুসের সাথে কাজ করার জন্য উনি এখন মুখিয়ে থাকবেন কিন্তু এদের থেকে জাতি কে সাবধান থাকতেই হবে। এরকম মুখোঁশ ধারীদের মুখোঁশ উন্মোচন এর সময় এখন।
Leave a Reply