আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বৈঠকে বসবেন বিনিয়োগকারীরা।
বুধবার (৯ অক্টোবর) বিকাল ৩টা ৪৫ মিনিটে রাজধানীর আগারগাবে সিকিউরিটিজ কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, বৈঠকে পুঁজিবাজারের উন্নয়নে বিভিন্ন ধরনের দাবি তুলে ধরবেন বিনিয়োগকারীরা।
বৈঠকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের একাংশের সভাপতি মিজানুর রশিদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হারুন, অর্থ সম্পাদক মো. সাজ্জাদুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এ বিষয়ে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের অর্থ সম্পাদক মো. সাজ্জাদুর রহমান রাইজিংবিডিকে বলেন, বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে আজ আমরা মতিঝিলে মানববন্ধন কর্মসূচি পালন করেছি। এ পরিস্থিতির মধ্যে আমরা বিএসইসির সাথে আজকে বৈঠক করব। এখান বৈঠকে পুঁজিবাজারে স্থিতিশীলতা আনার লক্ষ্যে বিভিন্ন দাবি তুলে ধরব। তবে আমরা এখনো বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছি।
Leave a Reply