আর্চিজ়’-এর প্রিমিয়ারে বচ্চন পরিবারের সঙ্গে দেখা গিয়েছে ঐশ্বর্যাকে। সেখানেই মিলল বড় ইঙ্গিত। বিয়ের শেষ স্মৃতিটুকু মুছে দিলেন অভিনেত্রী!
বিয়ের পর দু’দশকের বেশি সময় পার করে ফেলেছেন অভিষেক বচ্চন-ঐশ্বর্য়া রাই বচ্চন। প্রায় ১৬ বছরের দাম্পত্য জীবন তাঁদের। বিয়ের পর থেকেই যে কোনও অনুষ্ঠানে সব সময় জোড়ায় জোড়ায় দেখা গিয়েছে তাঁদের। কিন্তু গত কয়েক মাসে যেন বদলে গিয়েছে বচ্চন পরিবারের অন্দরের চিত্র। নিত্যদিন যেন বদলে যাচ্ছে বচ্চনদের সমীকরণ। দিন দিন যে আরও জোরালো হচ্ছে অভিষেক-ঐশ্বর্যার বিচ্ছেদের জল্পনা। এর মাঝে অবশ্য ভাগ্নে অগস্ত্য নন্দর প্রথম ছবি ‘দ্য আর্চিজ়’-এর প্রিমিয়ারে বচ্চন পরিবারের সঙ্গে দেখা গিয়েছে ঐশ্বর্যাকে। কিন্তু সেখানেই মিলল বড় ইঙ্গিত, বিয়ের শেষ স্মৃতিটুকু মুছে ফেললেন প্রাক্তন বিশ্বসুন্দরী!
Leave a Reply