আজকের পুঁজিবাজার:আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের বিজনেস কনফারেন্স ২০২৫,স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৬-২০৩০ এবং এমপ্লয়িজ কনফারেন্স ২০২৫ শীর্ষক অনুষ্ঠানসমূহ সম্প্রতি কক্সবাজারে অবস্থিত হোটেল দি সী-প্রিন্সেস এর নাগর ব্যানকুয়েট হলে অনুষ্ঠিত হয় ।
Rebuild Trust on ICB Islamic Bank শীর্ষক প্রতিপাদ্যকে ধারণ করে প্রথম দিনের প্রথমার্ধের অনুষ্ঠানে ঢাকা ও চট্রগ্ৰাম অঞ্চলের বিপুল সংখ্যক আমানতকারী , ব্যবসায়ী, গ্ৰাহক, বিনিয়োগকারী , শুভাকঙ্খী ও শুভানুধ্যায়ী এবং সারা দেশে অবস্থিত ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চের প্রায় ২০০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
দেশের স্বচ্ছ ধারার মানবিক ব্যবসায়িক প্রতিষ্ঠান আকিজ গ্ৰুপের সম্মানিত পরিচালক এবং গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আকিজ মটরস এর প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ আমিন উদ্দিন তাঁর বক্তব্যে আইসিবি ইসলামিক ব্যাংকের সাথে বাণিজ্য বিচ্ছেদের পূর্ব ইতিহাস বিবৃত করেন এবং বর্তমান চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মজিবুর রহমান মহোদয়ের সাথে একদিনের সাক্ষাৎ শেষে আকিজ মটরস ও আইসিবি ইসলামিক ব্যাংকের মধ্যে এম ও ইউ ( MOU) স্বাক্ষরের মাধ্যমে পুনরায় ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের ইতিবৃত্ত বর্ণনা করেন।
এছাড়া বর্তমানে তিনি আইসিবি ইসলামিক ব্যাংকে এলসি স্থাপন করে ব্যাংকের চৌকস ব্যবস্থাপনা, সুশাসন, আধুনিক গ্রাহকসেবাসহ সার্বিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। আকিজ সিএনজি স্টেশনের দৈনিক ট্রানজেকশন আইসিবি ইসলামিক ব্যাংকের মাধ্যমে শুরু করা হয়েছে বলে জানান এবং শীঘ্রই আকিজ গ্ৰূপের সকল শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ভাতাদিসহ অন্যান্য লেনদেন এই ব্যাংকের মাধ্যমে চালু করা হবে মর্মে ঘোষণা দেন।
ব্যাংকের কর্পোরেট ক্লাইন্ট প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার রাহাত খলিল, টেক্স বিডির কর্ণধার জনাব আফরোজা সুলতানা, ইউনিটি ইনোভেটিভ ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান জনাব তহমিনা খাতুন বিউটি, পরিচালক জনাব শারমিন খানম এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব ফরিদ আহমেদ প্রমূখ তাঁদের বক্তব্যে এই ব্যাংকের সাথে বাণিজ্যিক কার্যক্রম আরো জোরদার করার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও আইসিবি ইসলামিক ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মজিবুর রহমান ছাড়াও ডেপুটেশনে কর্মরত বাংলাদেশ ব্যাংকের ৩ জন কর্মকর্তা যথাক্রমে ডক্টর সুমন্ত কুমার সাহা,অতিরিক্ত পরিচালক জনাব এনামুল হক, যুগ্ম পরিচালক এবং জনাব রাসেল মাহমু্ যুগ্ম পরিচালক এবং আইসিবি ইসলামিক ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তাঁদের বক্তব্যে ব্যাংকের ধারাবাহিক উন্নয়নের গতিধারা এবং প্রো-একটিভ পদক্ষেপসমূহের বিবরণ তুলে ধরেন এবং ব্যাংকটি রেগুলেটরি কমপ্লায়েন্স অনুসরণ পূর্বক দ্রুততম সময়ের মধ্যে প্রথম শ্রেণীর ইসলামী ব্যাংকে উন্নীত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন ।
অতঃপর আইসিবি ইসলামিক ব্যাংকে ডেপুটেশনে নিয়োজিত কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ডক্টর সুমন্ত কুমার সাহা আগামী ২০২৬-২০৩০ সাল পর্যন্ত ৫ বছর মেয়াদী ব্যাংকের কৌশলগত পরিকল্পনা ও তা বাস্তবায়নের উপায় শীর্ষক প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
২য় দিনে অনুষ্ঠিত “এমপ্লয়িজ কনফারেন্স” অনুষ্ঠানে শাখা কার্যালয়ের ব্যবস্থাপকগণ দৈনন্দিন কার্যক্রম এবং ব্যবসায়িক সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে নানাবিধ সমস্যা, সীমাবদ্ধতা ও সম্ভাবনা তুলে ধরেন । তাঁদের বক্তব্য শোনার পর সম্মানিত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মহোদয় উত্থাপিত সকল বিষয়ের গঠনমূলক ব্যাখ্যা ও তাৎক্ষণিক সমাধান দেন।
ব্যাংকের ইতিহাসে প্রথমবারের মত এ ধরনের কর্মসূচি গ্ৰহণ করায় সকল শ্রেণীর কর্মকর্তা/ কর্মচারীদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। এ বছরের মত ব্যক্তিগত অর্থায়নে হলেও নিয়মিত এ ধরণের অনুষ্ঠান আয়োজনের জন্য অংগ্ৰহণকারী কর্মকর্তাগণ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানান ।
পরিশেষে সম্মানিত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মজিবুর রহমান মহোদয় আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের সার্বিক উন্নয়ন, উত্তরোত্তর সম্মৃদ্ধি ও ধারাবাহিক অগ্ৰযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন ।
Leave a Reply