আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি যৌথভাবে সহযোগী প্রতিষ্ঠান প্যারামাউন্ট হোল্ডিংসের সঙ্গে মোট ২৯৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন চারটি সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ পেয়েছে। সম্প্রতি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কাছ থেকে এ সংক্রান্ত কার্যাদেশ হাতে পেয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কার্যাদেশ পাওয়ার পর আগামী ২৮ দিনের মধ্যে বিপিডিবির সঙ্গে প্রতিষ্ঠানটিকে বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষর করতে হবে। চুক্তি স্বাক্ষরের পর, আগামী দুই বছরের মধ্যে এই চারটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এই চারটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণে আনুমানিক মোট ব্যয় ধরা হয়েছে ২৬৮ মিলিয়ন বা ২৬ কোটি ৮০ লাখ ডলার। এই কেন্দ্রগুলো থেকে আগামী ২০ বছর মেয়াদে বছরে প্রায় ৫১৩ কোটি ৯৮ লাখ ২০ হাজার টাকা (৫.১৩ বিলিয়ন টাকা) আয় হবে। বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য অর্থায়নের ক্ষেত্রে ৭০ শতাংশ ব্যাংক ঋণ এবং বাকি ৩০ শতাংশ ইক্যুইটির মাধ্যমে সংগ্রহ করা হবে।
সব মিলিয়ে ২৯৫ মেগাওয়াটের মধ্যে প্যারামাউন্ট টেক্সটাইলের মালিকানার অংশ থাকবে মোট ১৭৬ মেগাওয়াট। এই বিশাল বিনিয়োগ প্যারামাউন্ট টেক্সটাইলকে টেক্সটাইল খাত ছাড়িয়ে দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে অন্যতম প্রধান প্লেয়ার হিসেবে প্রতিষ্ঠা করবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
এই চারটি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে দুটি নির্মাণ করা হবে পাবনা জেলায় এবং অন্য দুটি মৌলভীবাজার জেলায়। বিদ্যুৎকেন্দ্রের অবস্থান ও ক্ষমতা প্যারামাউন্ট টেক্সটাইলের মালিকানা প্যারামাউন্ট হোল্ডিংসের মালিকানা প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম পাবনা সদর (ভবানীপুর) – ৭০ মেগাওয়াট ৮০ শতাংশ, ২০শতাংশ ৭.৯০ সেন্ট পাবনা সদর (রতনপুর) – ১৫০ মেগাওয়াট ৬০শতাংশ, ৪০শতাংশ ৭.৮৯ সেন্ট মৌলভীবাজার (আথানগিরি) – ২৫ মেগাওয়াট ৪০ শতাংশ ৬০ শতাংশ ৭.৬৬ সেন্ট মৌলভীবাজার (আথানগিরি) – ৫০ মেগাওয়াট ৪০ শতাংশ ৬০ শতাংশ ৮.১৩ সেন্ট। এই চারটি বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০ বছর।
Leave a Reply