আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৫৭টি কোম্পানির ৪৮ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সিঙ্গার বিডির। কোম্পানিটির ১১ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ৪ কোটি ২৫ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ৪ কোটি ২০ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড।
বুধবার ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– গ্রামীণফোনের ৩ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩ কোটি ৯২ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৩ কোটি ৬৩ লাখ ২৫ হাজার, স্কয়ার ফার্মার ২ কোটি ৬১ লাখ ৪৪ হাজার, গ্লোবার ইসলামী ব্যাংকের ৯৯ লাখ ৯৯ হাজার, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৯৫ লাখ ৭২ হাজার এবং সাইফ পাওয়ারটেক লিমিটেডের ৯০ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Leave a Reply