আজকের পুঁজিবাজার: পুঁজিবাজারে তালিকাভুক্ত হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। পাশাপাশি কোম্পানিটি শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীদের জন্য অন্তর্বর্তী ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে আজ বৃহস্পতিবার (৩০ মে) এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
এর আগে, কোম্পানিটি প্রথম দুই প্রান্তিকেও (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) বিনিয়োগকারীদের ১ শতাংশ অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
তথ্যমতে, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০৬ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১৯ পয়সা।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২১ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৫৬ পয়সা।
৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ১০ পয়সা।
Leave a Reply