আজকের পুঁজিবাজার : শেয়ারবাজারে জীবন বিমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, নতুন কোম্পানি সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আবদুর রব।
গত ১৭ ডিসেম্বর থেকে আবদুর রব কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪৭ কোটি ৫০ লাখ টাকা।
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৭৫ লাখ। এসবের মধ্যে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের কাছে ৫৪.৮৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪.৩৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪০.৭৬ শতাংশ শেয়ার আছে।
সর্বশেষ কোম্পানিটির পর্ষদ সভায় ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়।
Leave a Reply