সােয়েব মজুমদার :সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ফেব্রুয়ারি/২০২৪ মাসে গ্রস প্রিমিয়াম আয় করেছে
৬৩ কোটি ২৬ লাখ ২৬ হাজার ৯৪৪ টাকা।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ১০৭৫টি পার্ট ম্যাচিউরিটি বাবদ পরিশোধ করেছে ৩ কোটি ৫ লাখ ৮০ হাজার ৪৬১ টাকা।
৪৪১টি ফুল ম্যাচিউরিটি বাবদ পরিশোধ করেছে ১৪ কোটি ৫০ লাখ ৮০ হাজার ৩৭০ টাকা।
৪৪টি মৃত্যু বীমা দাবি বাবদ দিয়েছে ৫৫ লাখ ৪৮ হাজার ১০০ টাকা।
২৬টি সহযোগী বীমা দাবির বিপরীতে পরিশোধ করেছে ৩ লাখ ৬০ হাজার ৯৫৯ টাকা।
৮টি গ্রুপ সহযোগী বীমা বাবদ পরিশোধ করেছে ৪ লাখ ৫৪ হাজার ৪৩৮ টাকা ।সোনালী লাইফ দক্ষ ম্যানেজমেন্ট ধারা পরিচালিত হয়।
#সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো,প্রত্যেকটি বীমা দাবি কোম্পানির দেওয়া কমিটমেন্ট অনুযায়ী নির্ধারিত তারিখেই পরিশোধ করা হয়েছে এবং একটি বীমা দাবিও অনিন্ষ্পতিকৃত বা Panding নেই।
শুধু তাই নয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে সোনালী লাইফে ১৬ হাজারের বেশি নতুন পলিসি বিক্রি হয়েছে। এ মাসে নতুন নিয়োগ হয়েছে এক হাজার আটশতর ও বেশি কর্মী।
Leave a Reply