আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে সেন্ট্রাল ফার্মা লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৪২ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে কোম্পানিটি ৬০২ কোটি ৮৭ লাখ ২৫৩টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক অ্যাক্সেসরিজের লেনদেন হয়েছে ৬৫৪ কোটি ৯৯ লাখ ৬১৩টি শেয়ার। আর সপ্তাহজুড়ে ১০৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। কোম্পিানিটি ৯৭ কোটি ৯৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-প্যাসিফিক ডেনিমস, ফু-ওয়াং সিরামিকস, বিডি থাই অ্যালুমিনিয়াম, অ্যাডভেন্ট ফার্মা, ইয়াকিন পলিমার, ওরিয়ন ইনফিউশন ও এসকে টিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
Leave a Reply