রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০২ পূর্বাহ্ন

সূচক কমেছে লেনদেন বেড়েছে সাড়ে চার শত কোটি টাকা

সূচক কমেছে লেনদেন বেড়েছে সাড়ে চার শত কোটি টাকা

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সাপ্তাহ  শেষে সূচক কমেছে। সূচক কমলেও টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। আর সপ্তাহটিতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাড়ে চারশত কোটি টাকা বাজার মূলধন বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ছিল ৭ লাখ ৮৪ হাজার ৬৮ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার ৩৯১ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৮৪ হাজার ৫২৮ কোটি ৫৭ লাখ ৮৬ হাজার ১৬৭ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৪৫৯ কোটি ৭৯ লাখ ১৯ হাজার ৭৭৬ টাকা বেড়েছে।

সপ্তাহটিতে ডিএসইতে টাকার পরিমাণে লেনেদেন হয়েছে দুই হাজার ১৯৫ কোটি ২৩ লাখ টাকার। আগের সপ্তাহের ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ৮৩৫ কোটি ৩০ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ৩৫৯ কোটি ৯৩ লাখ টাকা বেড়েছে।

সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৬৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে একহাজার ৩৬৯ পয়েন্টে এবং দুইহাজার ১৩৩পয়েন্টে।

সপ্তাহটিতে ডিএসইতে ৩৭৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, দর কমেছে ৭৯টির এবং ২২৯টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে সিএসআই ০.১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬৮ পয়েন্টে। তবে সিএসসিএক্স ০.৮৩ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট এবং সিএসই-৫০ সূচক ০.৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১০৯ পয়েন্টে, ১৩ হাজার ৩৫৬ পয়েন্টে এবং একহাজার ৩০৭ পয়েন্টে।

সপ্তাহটিতে সিএসইতে ৬৫৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার ২৩৬ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৯০ কোটি ৮৮ লাখ ৫৩ হাজার ৬৪২ টাকা কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫৬৩ কোটি ৩৪ লাখ ৩৪ হাজার ৫৯৪ টাকা।

সপ্তাহটিতে সিএসইতে ২২৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছিল। এর মধ্যে দর বেড়েছে ৫১টির , দর কমেছে ৬৩টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১১৫টি কোম্পানির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST