আজকের পুঁজিবাজার: পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১০-১৪ মার্চ) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসইর সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহের ব্যবধানে কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার দাম কমেছে ২৩ দশমিক ০১ শতাংশ।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং সিরামিক। গত সপ্তাহে শেয়ারটির দর কমেছে ১৬ দশমিক ৯৯ শতাংশ। আর ১৩ দশমিক ৫১ শতাংশ শেয়ারপ্রতি দর কমায় দরপতনের তালিকার তৃতীয় স্থানে রয়েছে আমরা নেটওয়ার্কস লিমিটেড।
শীর্ষ ১০ দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিকদার ইন্স্যুরেন্স, পেপার প্রসেসিং, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, এইচ.আর টেক্সটাইল এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড
Leave a Reply