আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন কোম্পানিটির ১৮ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ কোম্পানিটি ৩০ লাখ ৫ হাজার ৭৭৮টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেমিনি সী ফুড লিমিটেড। আজ কোম্পানিটির ২ লাখ ৪৫ হাজার ৬৬৫টি শেয়ার লেনদেন হয়। যার আর্থিক মূল্য ১৬ কোটি ৩৬ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা এডিএন টেলিকম ১৫ লাখ ২৮ হাজার ২৭৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৪ কোটি ৪ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই ফুড,প্যাসিফিক ডেনিমস, অ্যাপেক্স ফুটওয়্যার, খুলনা প্রিন্টিং, এমারেল্ড অয়েল, ফু-ওয়াং ফুড ও স্কয়ার ফার্মা লিমিটেড।
Leave a Reply