আজকের পুঁজিবাজার:শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনাটার পরিচালনা পর্ষদ ২৫.৩২ ডেসিমেল জমি কেনার প্রস্তাব অনুমোদন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি কাকরাইলের রমনায় ইস্কাটন গার্ডেনের ভবনে ৭ হাজার ২০০ স্কয়া ফিট জায়গা কিনবে। জমি কিনতে কোম্পানিটির রেজিস্ট্রেশন এবং অন্যান্য খরচ ছাড়া ৩৬ কোটি ৩৩ লাখ টাকা ব্যয় হবে।
রেনাটা এই জমি ডাইগোনিস্টিক ল্যাবরেটরি স্থাপনের কাজে ব্যবহার করবে।
Leave a Reply