আজকের পুঁজিবাজার:ইলেকট্রনিক সাবসক্রিপশন সিস্টেম (ইএসএস) ব্যবহার করে বুক বিল্ডিং পদ্ধতির অধীনে যোগ্য বিনিয়োগকারীদের মাধ্যমে বেস্ট হোল্ডিংস লিমিটেড এর সাধারণ শেয়ারের মূল্য নির্ধারণের লক্ষ্যে বেস্ট হোল্ডিংসের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ, সিএসইর প্রতিনিধি রাহী ইফতেখার রেজা, বেস্ট হোল্ডিংস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হাসান আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএ, শান্তা ইক্যুইটি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক রুবায়াত-ই ফেরদৌস, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডসহ প্রতিষ্ঠানসমূহের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
বেস্ট হোল্ডিংস লিমিটেড শেয়ারবাজারে ৩৫০ কোটি টাকার সাধারণ শেয়ার ইস্যু করবে। কোম্পানিটির শেয়ারের কাট অফ মূল্য নির্ধারণের জন্য যোগ্য বিনিয়োগকারীদের বিল্ডিংয়ের সময়কাল ২০ নভেম্বর ২০২৩ তারিখ বিকাল ৪টায় শুরু হয়ে ২৩ নভেম্বর, ২০২৩ তারিখে বিকাল ৪টা পর্যন্ত (রাউন্ড দ্য ক্লক) চলবে
Leave a Reply