আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে প্যাসিফিক ডেনিমস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৩৮ কোটি ৫৮ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৫ কোটি ৮২ লাখ ৫ হাজার টাকার।
৩২ কোটি ৩৮ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, সেন্ট্রাল ফার্মা, ইন্দো বাংলা ফার্মা, ইভিন্স টেক্সটাইল, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ইয়াকিন পলিমার এবং জাহিন স্পিনিং লিমিটেড।
Leave a Reply