আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে শেষ হয়েছে সপ্তাহের শেষ কার্যদিবস। তবে গতদিনের তুলনায় লেনদেন অনেকটাই বেড়েছে। ডিএসইতে আজ ৯১৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্চেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। লেনদেনে অংশ নিয়েছে ৩৯৬ টি কোম্পানি। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ১২৮ টির, কমেছে ২০৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪ টির।
এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৪ দশমিক ০৯ পয়েন্ট কমে ৬ হাজার ২৫৪ পয়েন্টে এসেছে।
এছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৮৪ পয়েন্ট কমেছে। দিন শেষে সূচকটির অবস্থান ছিল ১ হাজার ৩৫৯ পয়েন্ট। অন্যদিকে ডিএস-৩০ সূচক ৫ দশমিক ৮২ পয়েন্ট কমে ২ হাজার ১২৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
Leave a Reply