আজকের পুঁজি বাজার :শুক্রবার (৬ অক্টোবর) হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান-নেদারল্যান্ডসের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। আর খেলাটি দেখা যাবে টি-স্পোর্টস, গাজী টিভি ও স্টার স্পোর্টসে। বাছাইপর্ব থেকে উঠে আসা অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো শক্তিশালী পাকিস্তান। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়েছে বাবর আজমের দল। টস জিতে বাবরদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ড।
সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে নটিংহ্যামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরাজয় দিয়ে আসর শুরু করেছিল পাকিস্তান। সেবার ক্যারিবীয়দের বোলিং তোপে ২১.৪ ওভারে মাত্র ১০৫ রানেই গুটিয়ে গিয়েছির ১৯৯২ এর বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ৭ উইকেটের বড় পরাজয় দিয়ে আসর শুরু করা পাকিস্তান নেট রান রেটে পিছিয়ে শেষ পর্যন্ত সেমিফাইনালে খেলার যোগ্যতা হারায়।
এদিকে বিশ্বকাপের মূল পর্বে নামার আগে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলে পাকিস্তান। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুইটি ম্যাচেই বড় ব্যবধানে হারে তারা। যদিও প্রস্তুতি ম্যাচে পরাজয় খুব একটা ভাবাচ্ছে না বাবরদের। ডাচদের বিপক্ষে জয় দিয়েই মিশন শুরু করতে চাইবে পাকিস্তান।
পাকিস্তান ও নেদারল্যান্ডস ওয়ানডেতে এখন পর্যন্ত ছয়বার মুখোমুখি হয়েছে। ছয় ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে পাকিস্তান। এর মধ্যে বিশ্বকাপে খেলেছে দু’টি ম্যাচ। বিশ্বকাপে দুই দল প্রথম মুখোমুখি হয়ে ১৯৯৬ বিশ্বকাপে। লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান ম্যাচটি ৮ উইকেটে জিতেছিল। আর ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার বোল্যান্ড পার্কে দুই দেশ মুখোমুখি হয়েছিল দ্বিতীয়বার। সেবারও পাকিস্তান জিতেছিল ৯৭ রানে
পাকিস্তান একাদশ : ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, হাসান আলী, শাহিন আফ্রিদি, হারিস রউফ।
নেদারল্যান্ডস একাদশ : বিক্রমজিত সিং, ম্যাক্স ও’ডাউড, তেজা নিদামানুরু, বাস ডি লিডি, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), লোগান ফন ভিক, সাকিব জুলফিকার, রুলফ ফন ডার মারওয়ে, পল ফন মেকিরেন, আরিয়ান দত্ত।
Leave a Reply