আজকের পুঁজিবাজার:শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটন লিমিটেডের ট্যানারি ইউনিটের উৎপাদন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) থেকে ট্যানারি ইউনিটের উৎপাদন শুরু হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে জানিয়েছে কোম্পানিটি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বর্তমানে ১ হাজার বর্গফুট অফিস এলাকা সহ মোট উৎপাদন এলাকা ১১ হাজার বর্গফুট। প্রতিষ্ঠানটি শতভাগ জেনুইন চামড়ার জুতা উৎপাদন করছে। বর্তমান উৎপাদন ক্ষমতা প্রতিদিন ৫৩০ জোড়া এবং বার্ষিক ১ লাখ ৬০ হাজার জোড়া। উৎপাদন ব্যবস্থা আধা স্বয়ংক্রিয়।
কোম্পানিটির ট্যানারি ইউনিটের প্রত্যাশিত টার্নওভার হবে ২৫ কোটি টাকা। এবং বার্ষিক প্রত্যাশিত আয় বছরে ২ কোটি টাকা।
Leave a Reply