আজকের পুঁজিবাজার:শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তাদের পরবর্তী পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছেন। আগামী ১৮ ফেব্রুয়ারি, রবিবার দুপুর ৩ টায় এ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, ওই বৈঠকে গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এই প্রতিবেদন অনুমোদন ও শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে।
গত বছর কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। সংশ্লিষ্ট বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ২ টাকা ৭২ পয়সা। সর্বশেষ হিসাববছরের (২০২৩) প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৩১ পয়সা।
Leave a Reply