আজকের পুঁজিবাজার :পুঁজিবাজারে শেষ সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষে রয়েছে এমারেল্ড অয়েল লিমিটেড।
শেষ সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ দরপতনের শীর্ষে রয়েছে এমারেল্ড অয়েল লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৮.৭৯ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩৯ কোটি ১৫ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৮৩ লাখ টাকা।
অ্যাপেক্স ফুডস লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৪.০৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪০ কোটি ৮৭ লাখ টাকা। লেনদেন করে। যা গড়ে ৮ কোটি ১৭ লাখ টাকা।
প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ১১.৫৩ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, ইউনিয়ন ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস ও ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
Leave a Reply