আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠান তাদের পরিচালনা পর্ষদ ঘোষিত বোনাস ও ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পৌঁছানোর কাজ সফলভাবে সম্পন্ন করেছে। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত এই ডিভিডেন্ড সরাসরি শেয়ারহোল্ডারদের ব্যাংক ও বিও হিসাবে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দেশের দুই প্রধান স্টক এক্সচেঞ্জ ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এই ডিভিডেন্ড প্রদানকারী কোম্পানি দুটির মধ্যে রয়েছে ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং মতিন স্পিনিং মিলস লিমিটেড। কোম্পানিগুলো তাদের বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত ডিভিডেন্ড বিধি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যেই বিতরণ করেছে। এর ফলে সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা তাঁদের পাওনা ডিভিডেন্ড হাতে পেয়েছেন।
ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ঘোষিত বোনাস ডিভিডেন্ড সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে জমা করে দেওয়া হয়েছে। অন্যদিকে, মতিন স্পিনিং মিলস লিমিটেড তাদের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমের মাধ্যমে সরাসরি বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়ে দিয়েছে।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ মোট ১৭ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছিল। এর মধ্যে ১২ শতাংশ ছিল ক্যাশ এবং বাকি ৫ শতাংশ ছিল বোনাস ডিভিডেন্ড।
একই অর্থবছরের জন্য মতিন স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ তাঁদের শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ হারে ক্যাশ ডিভিডেন্ড প্রদানের ঘোষণা দিয়েছিল। কোম্পানির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে এই ডিভিডেন্ড অনুমোদন পাওয়ার পর তা দ্রুততম সময়ে তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত