আজকের পুঁজিবাজার: অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা গত সাড়ে পাঁচ মাস ধরে বন্ধ থাকায় সারাদেশে কর্মরত শত শত এজেন্ট উদ্যোক্তা চরম আর্থিক সংকটে পড়ে এখন প্রধান কার্যালয়ের সামনে রাস্তায় অবস্থান নিয়েছেন। 'সাময়িক বন্ধ'-এর নামে প্রতারণার অভিযোগ তুলে তারা অবিলম্বে সেবা চালু, ক্ষতিপূরণ প্রদান এবং ব্যাংকের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত এজেন্ট উদ্যোক্তারা জানান, গত ১৯ জুন অগ্রণী ব্যাংক আকস্মিকভাবে সারাদেশের সকল এজেন্ট আউটলেটে 'সাময়িক বন্ধের' নোটিশ ঝুলিয়ে দেয়। ব্যাংকের মহাব্যবস্থাপক জনাব রওফা হক আশ্বাস দিলেও এই 'সাময়িক' বন্ধের মেয়াদ পার হয়ে গেছে পাঁচ মাসেরও বেশি। এতে উদ্যোক্তাদের সম্মিলিত ৫০০ কোটি টাকার বিনিয়োগ ঝুঁকিতে পড়েছে। প্রতিটি আউটলেটে মাসে ৬০ হাজার থেকে ১ লাখ টাকা খরচ করেও তারা এখন পথে বসার উপক্রম।
এজেন্টরা উল্লেখ করেন, এজেন্ট ব্যাংকিং বিগত ১০ বছর ধরে দেশের গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মাধ্যমে ব্যাংকের ১০.৫০ লাখ নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং ৩ হাজার কোটি টাকা ডিপোজিট ও ৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স বিতরণ করা হয়েছে।
বিক্ষোভ চলাকালীন এজেন্টরা গুরুতর অভিযোগ এনে বলেন, ব্যাংক কর্তৃপক্ষ, বিশেষ করে চেয়ারম্যান ও মহাব্যবস্থাপক রওফা হক, প্রথমে মাস্টার এজেন্ট পরিবর্তন করে এজেন্ট মালিকদের সাথে সরাসরি চুক্তিতে যাওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এখন তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। এজেন্টদের অভিযোগ, ব্যাংকের চেয়ারম্যান চেয়েছিলেন তার ভাইকে এই এজেন্ট ব্যাংকিংয়ের কাজ পাইয়ে দিতে। এক বিবৃতিতে উদ্যোক্তারা দাবি করেন, "ব্যাংক কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন আমরা এই গেটের সামনে মারা গেলেও তাদের কোনও অসুবিধা নাই, এজেন্ট ব্যাংকিং চালু করবে না!" এই ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের প্রতিবাদে তারা চেয়ারম্যানসহ দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে 'দুষ্টচক্র' তৈরির অভিযোগ এনে বিচার দাবি করেছেন।
আইনি প্রক্রিয়া প্রসঙ্গে উদ্যোক্তারা জানান, হাইকোর্টের আদেশ থাকা সত্ত্বেও ব্যাংক গড়িমসি করার উদ্দেশ্যে আপিল বিভাগে গিয়েছে। তাদের দাবি, ব্যাংক অবিলম্বে লিভ টু আপিল (Leave to Appeal) প্রত্যাহার করে আপত্তি তুলে নিয়ে এজেন্ট সেবা চালু করুক। একইসাথে, আদালতে চলমান আরবিট্রেশন মামলাটি দ্রুত নিষ্পত্তি করারও দাবি জানান তারা।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নারী ও তরুণ উদ্যোক্তারা অবিলম্বে সরকার ও বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ কামনা করে তাদের দেনা-পাওনা পরিশোধ এবং সফল এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পুনরায় চালু করার দাবি জানিয়েছেন।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত