আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ২৬০টির শেয়ারদর কমেছে। এরমধ্যে সর্বোচ্চ দর কমেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৭ অক্টোবর) কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ১২ দশমিক ৭৩ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সোনারগাঁও টেক্সটাইল। কোম্পানিটির শেয়ার দর ১০.৮০ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা এফএএস ফাইন্যান্সের শেয়ার দর ৯.০৯ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- প্রিমিয়ার লিজিং, এএফসি এগ্রো, প্যাসিফিক ডেনিমস, ফাস্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক, ইউনাইটেড পাওয়ার, রিজেন্ট টেক্সটাইল এবং বারাকা পাওয়ার লিমিটেড।
Leave a Reply